রবিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৫ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

মুঠোফোনে চার্জ দিতে সোজা বিমানের ককপিটে প্রবেশ!

অনলাইন ডেস্ক : মুঠোফোনে চার্জ কম, তাই চার্জের পয়েন্ট খুঁজতে গিয়ে একেবারে বিমানের ককপিটেই ঢুকে পড়লেন এক যাত্রী। আর সেই অপরাধেই বিমান থেকেই নামিয়ে দেওয়া হলো তাকে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুম্বাই-কলকাতা ইন্ডিগোর একটি বিমানে।

নিরাপত্তা ভেঙে ককপিটে প্রবেশের অভিযোগে বিমান থেকে নামিয়ে ওই যাত্রীকে মুম্বাই বিমানবন্দর পুলিশ স্টেশনে নেওয়া হয়।

ইন্ডিগো বিমানের এক মুখাপাত্র জানান, গত সোমবার মুম্বাই থেকে কলকাতাগামী ৬ই-৩৯৫ বিমানের ককপিটে এক ব্যক্তি ঢুকে পড়েন। সাথে সাথেই ওই ব্যক্তিকে বিমান থেকে নেমে যেতে বলা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি মত্ত ছিলেন। মুম্বাই বিমানবন্দরে বিমানটি যখন দাঁড়িয়ে ছিল তখন নিজের মুঠোফোনে চার্জ দেওয়ার জন্য ককপিটের মধ্যে প্রবেশের চেষ্টা করেন। এরপর প্রথমে তাকে আটক করা হলেও কোন অপরাধ না পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।