শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

পরিসংখ্যানে ভারত-বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ-ভারত আলাদা উত্তেজনা ছড়ায়। সুপার ফোরের দেখায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেও ফাইনালে অন্যরকম লড়াই হবে সে আশায় সকলের। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিটে দুবাই ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

ওয়ানডেতে ভারত-বাংলাদেশ ম্যাচের মুখোমুখি পরিসংখ্যান:

বাংলাদেশ-ভারত মোট মুখোমুখি ৩৪ টি ম্যাচে। ভারত জিতেছে ২৮ টি ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৫ টি ম্যাচ। একটি ম্যাচের ফলাফল আসেনি।

অন্যদিকে এশিয়া কাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতের সাথে ওয়ানডে টুর্নামেন্ট বাংলাদেশের দেখা হয়েছে ১১ বার। এর ভিতরে ১০ বারই জয় পেয়েছে ভারত। একবার বাংলাদেশ। অন্যদিকে এশিয়া কাপের ইতিহাসে ২০১৬ সালের ম্যাচটি হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানে দুই দেখায় ভারতের কাছে হারে বাংলাদেশ।

তবে এবারের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ অবশ্য চোট-আঘাত কাটিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদেক বিশেষ করে পাকিস্তানকে হারিয়ে দারুণ উদ্দীপ্ত দেখাচ্ছে সবুজ জার্সিধারীদের। অতীতের হতাশার স্মৃতি থাকলেও এবারের ফাইনালে শিরোপায় চুমু দেয়ার খুব সম্ভাবনা রয়েছে।