রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

বিএনপির উপরে জোটের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : জোটকে ছাড়া বৃহত্তর জাতীয় ঐক্য করতে এগিয়ে যাওয়ার বিএনপির উপরে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। তবে তাদের এ ক্ষোভের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০ দল তো একটি জোট আছেই।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে নেতারা এ ক্ষোভ প্রকাশ করেন বলে সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, ২০ দলকে রেখেই যুক্তফ্রন্টের সাথে বৃহত্তর ঐক্য করতে এগিয়ে যাওয়ায় বিএনপির ওপরে ক্ষোভ প্রকাশ করেছেন জোটের নেতারা। এছাড়া জাতীয় ঐক্য নেতারা বলেছেন, জামায়াতকে ছাড়া জাতীয় ঐক্য আসতে হবে বিএনপিকে। সেই বিষয়টিও বৈঠকে উঠে।

২০ দলের নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ২০ দল ঐক্য আছে এবং থাকছে। আর ২০ দলের স্বার্থ সব সময় দেখা হবে।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, কল্যাণ পাটির্র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকিব, খেলাফত মজিলসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সাহসীকতার পুরস্কার পেলেন তামিম

সোয়া ৭ লাখ কৃষক পাবেন ৮০ কোটি টাকার প্রণোদনা

নির্বাচনের আগে নাশকতা চালাতে অস্ত্র আসছিল ঢাকায়

দেশে ফিরেছেন ড. কামাল হোসেন

শিক্ষকতা থেকে অভিনয়ে

নির্বাচন ডিসেম্বরে হবে, তা আমরা বলিনি

‘নিয়ে আয় তোর কোন বাপ আছে’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে যাঁরা

রাজনীতিও হয়ে গেছে গরিবের বউয়ের মতো : রাষ্ট্রপতি