শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নির্বাচনের আগে পুলিশ পরিদর্শকদের জন্য ‘বিশেষ ভাতা’

ডেস্ক রিপোর্ট : তীয় নির্বাচনের আগমুহূর্তে পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা ঘোষণা করেছে সরকার। পুলিশ বাহিনীর পক্ষ থেকে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের জন্য মাসের বেতনের সঙ্গে ঝুঁকিভাতা দেওয়ার দাবি করা হয়েছিল। সরকার সেই প্রস্তাব নাকচ করে দিয়ে তাদের বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে পুলিশ পরিদর্শকরা বছরে একবার বিশেষ ভাতা পাবেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিশেষ ভাতার ঘোষণা এসেছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ ইনস্পেকটররা একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘বিশেষ ভাতা’ হিসেবে প্রতি অর্থবছরের শেষ মাসে পাবেন। এই ভাতা প্রতিবছরে একবার দেওয়া হবে। পুলিশ সদস্যদের জন্য প্রদত্ত ‘বিশেষ ভাতা’ ২০১৭-১৮ অর্থবছর থেকে কার্যকর হবে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ ও উন্নয়ন) মাইনুল ইসলাম সারাবাংলাকে তথ্যের নিশ্চিত করেছেন।

সূত্র মতে, পরিদর্শকের নিচের পদমর্যাদার পুলিশ সদস্যরা এতদিন ধরে ঝুঁকিভাতা পেয়ে আসছিলেন। ২০১৬ সালের পুলিশ সপ্তাহে সব সদস্যদের জন্য ঝুঁকিভাতা চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর পুলিশ বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়। এর ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চলতি বছরের মে মাসে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায়।

চিঠিতে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রায় ১২৯টি ছুটির দিনেও বিরামহীন দায়িত্ব পালন করে থাকেন। নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বছরে গড়ে ৪০ পুলিশ সদস্য মারা যান এবং অসংখ্য পুলিশ সদস্য নানাভাবে আহত হন। গত ১০ বছরে ৭৭৮ পুলিশ সদস্য জীবন দিয়েছেন এবং বিভিন্ন পদমর্যাদার ৩ হাজার ৯৬৮ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সাব-ইনস্পেকটর পর্যন্ত ঝুঁকিভাতা পেয়ে আসছেন। পুলিশ পরিদর্শক পদে কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করলেও তাদের এ সংক্রান্ত ভাতা দেওয়া হচ্ছে না।

পুলিশের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের কাজের ধরন, মাত্রা, পরিধি ও ঝুঁকির বিষয়টি বিবেচনা করে তাদের অনুকূলে ঝুঁকিভাতা প্রদানের জন্য সম্মতি দেওয়ার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

তবে গত ৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাব নাকচ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। অর্থ বিভাগের উপ-সচিব লায়লা মুনতাজেরী দীনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পুলিশ বাহিনীর ‘পুলিশ ইনস্পেকটর’ পদমর্যাদার কর্মচারীদের ঝুঁকিভাতা দেওয়ার প্রস্তাবে নির্দেশক্রমে অর্থ বিভাগের অসম্মতি জ্ঞাপন করা হল। তবে এই নিয়ে নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কায় দ্রুত বিশেষ ভাতার ঘোষণা এসেছে, এমনটাই মনে করছেন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম নগর পুলিশে কর্মরত পরিদর্শক পদমর্যাদার দু’জন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় ঝুঁকি ভাতার প্রস্তাব নাকচ করায় হতাশা সৃষ্টি হয়েছিল। বিশেষ ভাতার ঘোষণা কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও মানোন্নয়নে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। আশা করি, ভবিষ্যতে ঝুঁকিভাতার বিষয়টিও বিবেচনায় নেবে।’ উৎস : সারা বাংলা