যুক্তরাষ্ট্র থেকে ডিজিটালি কার্যালয় চালাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউইয়র্ক প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে এখন পর্যন্ত তিনি ১৬টি জরুরি ফাইল ডিজিটালি ছাড় করেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, ‘নিউইয়র্কে কর্মব্যস্ততা সত্ত্বেও প্রধানমন্ত্রী ডিজিটালি তার কার্যালয় চালাচ্ছেন এবং নিয়মিত ফাইল ছাড় করছেন।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছার পর থেকে ১৬টি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল (ই-ফাইল) ছাড় করেছেন। এর আগে তিনি তার যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সকল গুরুত্বপূর্ণ ফাইল তার কাছে পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।