সকলে মিলে এ প্রতিযোগিতা সফল করতে হবে : জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, নৌকা বাইচ বাঙালির একটি প্রাণের উৎসব। সকলে মিলে নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার বাঙালির কৃষ্টি-কালচার রক্ষায় বিভিন্নভাবে কাজ করছে। গতকাল সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল রেজাউল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর ইউএনও জান্নাতুল ফেরদৌস, সদর থানার ওসি নবীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল চৌধুরী মন্টু, ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা নিশাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব শাহআলম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তানজীল আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এড. এমদাদুল হক চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
আগামী ১লা সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় দুপুর ২টায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।