রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  :“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(৪ অক্টোবর) নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের নেতৃত্বে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম ভুইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা(ভারপ্রাপ্ত)রায়হান উদ্দিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৩৫টি স্টল বসে।পরে অতিথিরা মেলা পরিশর্দন করেন।

এ জাতীয় আরও খবর