আখাউড়ায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
আখাউড়া প্রতিনিধি : ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে আজ (৪ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস, পৌরসভা, ব্যাংক, বীমা অফিসের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন, সাংবাদিক, স্কাউট্স সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫-৬ হাজার হাজার মানুষ অংশ নেয়।
র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার, কৃষি অফিসার মো. জুয়েল রানা, মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, বাহার মিয়া মালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকবর খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা, পল্লী বিদ্যুতের ডিজিএম আহমদ শাহ আল জাবের, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, খড়মপুর মাজার কমিটির সম্পাদক মো. ছালেহ নেওয়াজ খান খাদেম, সাবেক সেক্রেটারি হাসান খান খাদেম, পৌর কাউন্সিলর বাবুল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, শিক্ষক নেতা কাজী মো. তারেক, রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, ছাত্রলীগের সহ সভাপতি শামীম মোল্লা, ইউপি সদস্য আব্দুস সাত্তার মিয়া, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া, মুজিবুর রহমান নান্ন, যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়ছাল, পৌর ছাত্রলীগের আহবায়ক শাহজাদা খাদেম প্রমুখ।
উন্নয়ন মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ ৪০টি স্টল বসেছে। এসব স্টলে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করবে।