ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় নাসিরনগর উপজেলা প্রেস ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং , বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এস ডি জি), ভিশনঃ ২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং সন্ত্রাসও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার, দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি মোঃ মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা নির্বাহী অফিসার,নাসিরনগর বলেন- সরকারের ইতিবাচক দিকগুলো ব্যাপকভাবে জনসম্মুখে তোলে ধরতে হবে এবং সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হবো। বিশেষ অতিথি ছিলেন-সুজিত কুমার চক্রবর্তী,সভাপতি, নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব,মোঃ আছমত আলী,সহ-সাধারণ সম্পাদক, নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব সহ অন্যান্য সাংবাদিক ভাইয়েরা অর্থনৈতিক সাফল্য সূচক বিষয় এবং দেশ ও জনগণের স্বার্থে বিস্তারিত আলোচনা করেন ।জেলা তথ্য অফিসার, দীপক চন্দ্র দাস বলেন শিশু মৃত্যুর হার ও মাতৃমুত্যুর হার হ্রাসে এমডিজি পুরস্কার ২০১০ সালে প্রধানমন্ত্রী অর্জন করেন এবং অর্থনৈতিক সাফল্যসূচক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন-মোজাম্মেল হক সবুজ,সাধারণ সম্পাদক, নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব।