জাতীয় ঐক্য গড়তে ‘সরকার বাধা’: মওদুদ
বৃহত্তর রাজনৈতিক ঐক্য নিয়ে শুরুতেই সরকার বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গণমাধ্যমে আসা জাতীয় ঐক্য বিষয়ে বিএনপির দশ প্রস্তাবের কিছুই জানেন না বিএনপি’র এই নেতা। তিনি বলেন, জাতীয় ঐক্য গঠনের কাজ এখনও বেশ বাকি। সরকার যেকোনো শুভ উদ্যোগে প্রতিবন্ধকতা তৈরি করে।
সোমবার (২৭ আগস্ট) দুপুরে মতিঝিলে তার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সরকার বিএনপির এই উদ্যোগকে বানচাল করে দিতে চায় অভিযোগ করে তিনি বলেন, সব বিষয়ে খোলাসা করতে আরও কিছু সময় লাগবে। এ বিষয়ে এখনই মুখ খোলা ঠিক হবে না। আর এটা নিশ্চিত, কিছু বললেই সরকার এটিকে নস্যাৎ করে দেবে। সরকার কোনোভাবেই চায় না একটি ভাল পরিকল্পনা বাস্তবে পরিণত হোক।
আপনাদের দেওয়া প্রস্তাবের জবাবে অন্যদলগুলো কি বলেছে? জানতে তিনি বলেন, এটা আমি জানি না, অন্যদলগুলো ভাল জানে।
বিশ দলীয় জোট এবং বৃহত্তর ঐক্য নিয়ে জামায়াত বিষয়ে বিএনপির অবস্থান কি? ভিন্ন কোনও পরিকল্পনা আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে এটা আমার একার কোনো বিষয় না; সবাই মিলে সিন্ধান্ত নেওয়া হবে বলে জানান মওদুদ আহমেদ।
ব্যক্তিগতভাবে আপনি (মওদুদ আহমেদ) খালেদা জিয়ার মুক্তিতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনে জোর দিয়েছিলেন। কবে নাগাদ সে আন্দোলন হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও কিছু সময় ধৈর্য ধারণের কথা বলেন। সময় হলে দল অবশ্যই মাঠে নামবে।
তবে নির্বাচনের আগে চেয়ারপারসনের মুক্তি নিয়ে আশাবাদী বিএনপির এই আইনজীবী।