বন্ধু খুঁজতে আরো সহজ পদ্ধতি আনছে ফেসবুক
অনলাইন ডেস্ক : ফেসবুক আনছে নতুন ফিচার ‘things in common’৷ যেখানে বন্ধু খোঁজা হবে আরও সহজ৷ ইতিমধ্যেই এই ফিচার নিয়ে শুরু হয়ে গেছে পরীক্ষা-নিরীক্ষা৷ জানা গেছে, ফিচারটির মাধ্যমে স্যোশাল মিডিয়ায় নন-ফ্রেন্ড ইউজারের সঙ্গে বন্ধুত্ব করা আরও সহজ হবে৷ তবে, এখানে থাকছে অতিরিক্ত কিছু বিষয়৷ ফিচারটি যোগাযোগ বা সেতু তৈরি করবে ‘things in common’ অর্থাৎ একই পছন্দযুক্ত মানুষদের মধ্যে৷
সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুক নির্দিষ্ট কিছু ইউজারের উপরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে৷ সাধারণ ইউজাররা কবে ফিচারটি ব্যবহার করতে পারবেন, এখনও পর্যন্ত তার সঠিক তারিখ জানায়নি সংস্থা৷
ফিচারটির মাধ্যমে ইউজাররা খুঁজতে পারবেন কমন শহর, কমন ফেসবুক গ্রুপ, কমন কলেজ, কমন ওয়ার্কপ্লেস সহ অন্যান্য একাধিক বিষয়ের সঙ্গে যুক্ত অন্যান্য ইউজারদের৷
ফেসবুক জানিয়েছে, শুধুমাত্র পাবলিক পোস্টেগুলির উপর ফিচারটি কাজ করবে৷ শেয়ার করা কমন পোস্টগুলি মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করবে৷ বিশেষত কমেন্ট বক্সে করা কমেন্টগুলি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ অন্যদিকে, নতুন এই ফিচারটি অনেকাংশে কমাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যাকে৷ তৈরি করবে হাজারো নতুন কানেকশন৷ যা আরও বেশি ব্যবহার বাড়াবে অ্যাপটির৷ এমনটাই মনে করছে কর্তৃপক্ষ৷