শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

শাহজালালে ২২টি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১২ কেজি সোনাসহ আরশাদ আয়াজ আহমেদ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ছয় কোটি ১৫ লাখ টাকা।

গতকাল সোমবার দিবাগত রাত ১টায় ব্যাংকক হতে আগত থাই এয়ারলাইন্সের একটি বিমান থেকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (ডিসি) অথেলো চৌধুরী সাংবাদিকদের জানান, গোপন খবর পেয়ে টিজি-৩৩৯ ফ্লাইট থেকে নামার পর আরশাদ আয়াজকে অনুসরণ করেন কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিভিন্ন ওজনের ২২টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ১২ কেজি ৩০০ গ্রাম।

অথেলো চৌধুরী আরো জানান, আটক ওই যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।