ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিক নীতি তৈরি করতে না পারা মুসলিম বিশ্বের ব্যর্থতা: ইমরান (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো নীতি তৈরি করতে না পারা মুসলিম দেশগুলোর সমন্বিত ব্যর্থতা।
সোমবার পাকিস্তানের সিনেটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তৃতায় তিনি এ বিষয়ে কথা বলেন। ইমরান খান জানান, ‘আমাদের সরকার বিষয়টি জাতিসংঘসহ ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)তে বিষয়টি তুলবে এবং মুসলিম দেশগুলোকে সমন্বিত একটি নীতি তৈরির আহ্বান জানাবে। এটি বহু বছর আগেই করার দরকার ছিল।’
তবে সেটি যে খুব বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে তাও মনে করছেন তিনি। ইমরান খান বলেন, ‘যাই হোক, আমি ভাবি না যে এত খুব একটা পরিবর্তন আসবে।’
নেদারল্যান্ডের মুসলিম বিদ্বেষী রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স তার পার্টি অফিসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র তৈরির প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানও। সেই প্রসঙ্গ টেনে ইমরান খান সোমবার বক্তব্য দেন। সূত্র: ডন