বৃহস্পতিবার, ৩০শে আগস্ট, ২০১৮ ইং ১৫ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে ৬ দিন বন্ধ পর খুলেছে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর খুলেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ফের শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। ঈদের ছুটির আমেজ কাটিয়ে সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য বিরাজ করছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশন জানায়, ঈদুল আজহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার সকাল থেকে আবারও ভারতে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। সকাল থেকে মাছ, প্লাস্টিক ও সিমেন্টবোঝাই কয়েকটি ট্রাক ভারতে প্রবেশ করেছে। তবে ঈদের ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এ জাতীয় আরও খবর