বৃহস্পতিবার, ৩০শে আগস্ট, ২০১৮ ইং ১৫ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

যে রোগ থাকলে কামরাঙ্গা খাবেন না

স্বাস্থ্য ডেস্ক : কামরাঙ্গা ফলের উৎপত্তি শ্রীলঙ্কায় হলেও অনেকেই ধারণা করেন এটি আমাদের দেশি ফল। এই ধারণা সত্যি নয় তবে বাংলাদেশে এই গাছ দেখা যায়। এতে ভিটামিন সি থাকে যা সর্দি ঠাণ্ডার সময় আরাম দেয়। কিন্তু কিছু রোগ থাকলে কামরাঙ্গা একেবারেই খাওয়া যাবে না।

এই ফলটিতে আছে এমন একটি উপাদান যা আমাদের মস্তিষ্কের জন্য বিষ। তবে ভয়ের কিছু নেই কারণ সেই বিষ আমাদের কিডনি ছেঁকে শরীর থেকে বের করে দেয়।

কিন্তু যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের কিডনি দুর্বল, তাদের শরীর থেকে এই বিষ ঠিক মতো বের হতে পারে না। এর ফলে ধীরে ধীরে ওই বিষ রক্তে মিশে যাতে শুরু করে। আর পরে তা রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করে।

বিজ্ঞানীরা কামরাঙ্গার এই ক্ষতিকর উপাদানটির নাম দিয়েছেন ক্যারামবক্সিন। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন, কিডনির সমস্যা থাকলে কামরাঙ্গার মধ্যে থাকা ক্ষতিকর উপাদান ক্যারামবক্সিন-এর প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
এই সমস্যার লক্ষণগুলো হলো
১। ক্রমাগত হেঁচকি ওঠা।
২। শরীর দুর্বল হয়ে যাওয়া।
৩। মাথা ঘোরানো।
৪। বমি বমি ভাব।
৫। মাথা কাজ না করা।
৬। শরীরে মৃগী রোগীর মতো কাঁপুনি বা খিঁচুনি শুরু হওয়া।
৭। কোমায় চলে যাওয়া ও শেষ পর্যন্ত মৃত্যু।

তাই কিডনির সমস্যা থাকলে কামরাঙ্গা খাবেন না। আর কামরাঙ্গা খাওয়ার পর এই লক্ষণগুলি দেখা গেলে দ্রুত চিকিৎসকের কাছে যান।