শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে বিএমডিসি রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিত এন্টিবায়োটিক প্রদান না করার বিষয়ক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) অর্থ্যায়নে বিএমডিসি রেজিষ্টার্ড চিকিৎসকের ব্যবস্থা পত্র ব্যতিত এন্টিবায়োটিক প্রদান না করার বিষয় সর্ম্পকিত প্রশিক্ষণ দ্বিতীয় দফা বুধবার সকাল থেকে শুরু হয়েছে। আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার মাহবুব এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসাবে ছিলেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসক ডা. মো. সাইমুল হুদা ও আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসক ডা. অভিজিৎ রায়। কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও পল্লী চিকিৎসকরা অংশগ্রহন করে।
উল্লেখ: এই প্রশিক্ষণ কর্মশালায় আজ বৃহস্প্রতিবার সমাপনি দিন। এর আগে প্রথম দফায় আশুগঞ্জে সোমবার ও মঙ্গলবার দুই ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।