শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধু জীবন কর্ম নিয়ে পাঠদান বাড়াতে হবে : ইউএনও মৌসুমী বাইন হীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা বলেছেন শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধু জীবন ও কর্ম নিয়ে পাঠদান বাড়াতে হবে। কারণ বাঙ্গলী জাতির জনক শেখ মুজিবুর রহমান আমাদের চেতনা। এই দেশ জন্ম হয়েছে শুধু বঙ্গবন্ধু জন্য। তিনি রবিবার বিকালে আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া শাহ ফরাছত আলী বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও লাইব্রেরী পরির্দশন কালে এই কথা বলেন। এসময় শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী ও খোলাপাড়া শাহ ফরাছত আলী বিদ্যালয়ে প্রধান শিক্ষক খোরশেদ আলম ভুইয়া উপস্থিত ছিলেন।