ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : রোববার ৯ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। বিকেল ৪টায় শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দির থেকে জগন্নাথদেবের উল্টোরথ মহাশোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মধ্যপাড়াস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হয়। উল্টো মহাশোভাযাত্রার প্রাক্কালে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বিশিস্ট আইনজীবি হরেকৃষ্ণ ভৌমিক (মিন্টু), হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, প্রভাষক সনাতন কৃপা দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, সচীন্দ্র পাল, রথযাত্রা উদযাপন পরিষদের সহ সভাপতি পরিমল রায়, প্রবীর রায়, সাংগঠনিক সম্পাদক পরিতোষ রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিমল সূত্রধর।
প্র্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতিবছরের ন্যায় এবার উৎসাহ উদ্দীপনা ও সুশৃঙ্খলভাবে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হওয়ায় আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।