ব্রাহ্মণবাড়িয়ায় মাদক উদ্ধার নিয়ে ছয়-নয়ের অভিয়োগ
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের রেল স্টেশনে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদক নিয়ে ছয়-নয়ের অভিয়োগের তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কন্টেইনার ট্রেনের একটি বগি থেকে ৫বস্তায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এমনটি জানিয়েছেন স্টেশনে উপস্থিত থাকা যাত্রীসহ অনেকেই। নাম প্রকাশ না করার শর্তে রেল স্টেশনের এক কর্মচারী ও উপস্থিত যাত্রীরা জানায়, আমরা দেখলাম কন্টেইনার ট্রেনের একটি বগি থেকে অভিযান চালিয়ে মাঝারি সাইজের বস্তাবর্তী ৫বস্তা গাঁজা উদ্ধার করা হয়। অনেকেই বলাবলি করছে এসব বস্তায় সব মিলিয়ে ৫২ কেজির মত গাঁজা রয়েছে। হঠাৎ মুহুর্তের মধ্যেই একটি কালো রংঙের জিপ গাড়ি এসে কিছু বুঝে উঠার আগেই বস্তা গুলা গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। এদিকে গতকাল বুধবার বিভিন্ন সূত্রের মাধ্যেমে জানা যায়, অভিযানে ৫বস্তা গাঁজা উদ্বার করেছিল অভিযান কারিরা। কিন্তু বাস্তবে ৫২ কেজির জায়গায় তারা কারসাজি করে তা দুই বস্তায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার দেখান। এছাড়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভিন্ন সময় মাদক উদ্ধারেরপর “ধরেন এক দেখান আরেক” এই রকম অভিযোগ করেছেন অনেকেই।
এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক শরীফুল ইসলাম জানান, ট্রেন থেকে উদ্ধারকৃত গাঁজা গুলো কাপড়ের প্যাকেট ও বস্তায় ছিল। ৫২ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি সঠিক নয়, ৩৫ কেজিই ছিল। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ বাহাউদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।