ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ লক্ষ শহীদের স্মরণে ৬০ হাজার গাছের চারা রোপণ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় ব্রাহ্মণবাড়িয়াতে জেলার ১ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও বনবিভাগ এর আয়োজনে স্থানীয় বিয়াম ল্যাবরেটরী স্কুলে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নাছের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলার ৯ টি উপজেলায় ১ হাজার ৫শ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।