বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী ব্যবসায়িকে জরিমানা

আখাউড়া প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে আখাউড়া মোগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আখাউড়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মোগড়া বাজারের বিসমিল্লাহ ও শততা নামে দুইটি বেকারী ও ৭টি অটোরিক্সাকে ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।বিসমিল্লাহ বেকারীদুপুর পোনে ২টায় মোগড়া বাজারের বিসমিল্লাহ বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা দায়ে ভোক্তা অধিকার আইনে বেকারীর মালিক আবু তাহেরকে নগদ ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই অভিযোগে মোগড়া বাজারের শততা বেকারীর মালিক মাইন উদ্দিনকে ভোক্তার অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরে অটোরিক্সা চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭টি অটোরিক্সাকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানান, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।