মসজিদের মাইকে হারানো বিজ্ঞপ্তির ঘোষণা দেয়া কি জায়েজ? জেনে নিন ইসলাম কি বলে
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
জনপ্রিয় এই ইসলামবিষয়ক অনুষ্ঠানের ২৭তম পর্বে মসজিদের মাইকে শোক সংবাদ, হারানো বিজ্ঞপ্তি ইত্যাদির ঘোষণা দেয়া জায়েজ হবে কিনা, সে সম্পর্কে ঢাকা থেকে সুমাইয়া আক্তার নামে দর্শক টেলিফোনে জানতে চান।
প্রশ্ন: মসজিদে মাইক ব্যবহার করে আজান ছাড়া অন্যান্য কাজ যেমন: হারানো বিজ্ঞপ্তি, শোক সংবাদ ইত্যাদি প্রচার করা কি জায়েজ?
উত্তর: একটি সহিহ হাদিসে এসেছে, কোনো জিনিস যদি হারিয়ে যায় এবং কেউ যদি সেটি মসজিদে খোঁজ করে, এটি করতে আল্লাহর রাসূল (সা.) নিষেধ করেছেন।
তারপরও আমাদের মসজিদগুলোতে দেখা যায়, একটা ঘোষণা দেয় যে, অমুক মারা গেছে, এতটায় জানাজা হবে, এগুলো হয়তো করা যেতে পারে। এটি মানবতার কল্যাণের জন্য করা যেতে পারে।
কিন্তু, হারানো বিজ্ঞপ্তির এই বিষয়টি আল্লাহর রাসূল (সা.) নিষেধ করেছেন। এটি হাদিসে এসেছে।