বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার-বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের সম্মান করতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশের মানুষকে শতভাগ শিক্ষিতকরার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আজ মঙ্গলবার সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলার ৫৩ জন অবসরপ্রাপÍ প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে¡ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,ওসি মোঃ সাজিদুর রহমান,ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার বেগম,উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহজাহান ভুইয়া,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,রবিউল আলম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,প্রধান শিক্ষক আবদুর রহিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম সালেম,অর্থ সম্পাদক আবু আহমেদ মোঃ কামরুল হুদা,শিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী,শিক্ষক আবদুল কুদ্দুস, আশরাফ উদ্দিন,সাহাবুদ্দিন দানা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল হামিদ খান,আরশাদ মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে ২০১৫ সাল থেকে ২০১৮ সালের আগষ্ঠ পর্যন্ত অবসরপ্রাপ্ত ৫৩ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা জানানো হয়।