শুক্রবার, ২৮শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৩ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : সাধারণ অধিবেশনের পর নিরাপত্তা পরিষদের ভাষণেও ইরানের বিরুদ্ধে বিষেদগার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, ‘ইরান কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং যুক্তরাষ্ট্রই এটা নিশ্চিত করবে।’

ট্রাম্প বলেন, ‘ইরান বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরও উন্নত করার চেষ্টা করছে। দেশটির সরকার সংঘাত, ভয় ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে।’

ট্রাম্প বলেন, এ ধরনের কোন সরকারকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না।

ইরানের সঙ্গে ৬ জাতি পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে নানা যুক্তি দেন ট্রাম্প। একই ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের পক্ষেও কথা বলেন তিনি।