সাকিবকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন সৌম্য
শিয়া কাপে আজ সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। সাকিব আল হাসান এ ম্যাচে খেলছেন না। তড়িঘড়ি করে দেশ থেকে উড়িয়ে আনা ওপেনার সৌম্য সরকার সুযোগ পেয়েছেন এ ম্যাচে। নাজমুল হোসেন শান্তর বদলে খেলছেন তিনি। সাকিবের জায়গায় মুমিনুল হককেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আর স্পিনার নাজমুলের জায়গায় খেলছেন রুবেল হোসেন।
বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।