বিজয়নগরে দু’পক্ষের সংর্ঘষে পুলিশসহ ৩০ জন আহত, রাবার বুলেট নিক্ষেপ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিয়ারা বিক্রির ঘটনাকে কেন্দ্র করে পওন ও চম্পক নগর ইউনিয়নের দু’পক্ষের সংর্ঘষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাঁড়ে সাতটার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রর্তক্ষদর্শী ও স্হানীয়রা জানান, রোববার বিকালে চম্পকনগর বাজারে পিয়ারা ক্রেতা ও বিক্রেতা দুজনের মর্ধ্যে দামদর নিয়ে হাতাহাতি হয়। এরই জের ধরে আজ সোমবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের সাথে সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্হিতি শান্ত করে।
বিজয়নগর থানার (ওসি) আলী আর্শাদ জানান, দুই পক্ষের সংর্ঘষে পুলিশের সার্ব-ইনপ্যাক্টর সাইফুলসহ চারপুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্হিতি শান্ত করতে ৫০ রাউন্ড রাবার বুলেট ব্যবহার হয়েছে। ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্হিতি শান্ত । তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।