এক পা বাদ দিয়েও যদি খেলতে হয়, তবু খেলব : রাকিটিচ
অনলাইন ডেস্ক: সেমি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। গুরুত্বপূর্ণ এ ম্যাচে ১০২ ডিগ্রি জ্বর নিয়ে খেলেছেন দলটির মাঝমাঠের সৈনিক ইভান রাকিটিচ। জ্বর নিয়েই গোটা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ক্রোয়েশিয়ার সাফল্যের অন্যতম চাবিকাঠি।
রাকিটিচ জানিয়েছেন, ১০২ ডিগ্রি জ্বরের কারণে কোথাও বের হতে পারেননি। কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনি বিছানায় শুয়ে সেমিফাইনালে খেলার মতো শক্তি সঞ্চয় করেছেন।
৩০ বছর বয়সী এ মিডফিল্ডার বলেন, ফাইনালে খেলতে আমি মুখিয়ে আছি। শিরোপা নির্ধারণী ম্যাচে এক পা বাদ দিয়েও যদি আমাকে খেলতে হয়, তবু খেলব।
প্রসঙ্গত, ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালি লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।