তুরস্কের সেনা অভ্যূত্থানে জড়িত ৭২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সংঘটিত ব্যর্থ সেনা অভ্যূত্থানে জড়িত ৭২ জন সেনা কর্মকর্তার যাবজ্জীবন কারাদ- দিয়েছে দেশটির একটি আদালত। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
দণ্ডপ্রাপ্ত এসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যর্থ অভ্যূত্থান রাতে ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর সেতুতে ৩৪ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে। আনাদোলু জানিয়েছে, আরও ৭১ জনের বিরুদ্ধে আদালতের রায় অপেক্ষা করছে। এসব অভিযুক্তরাও বেসামরিক নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত। প্রসঙ্গত, তুর্কি আদালত এমন সময় এ রায় দিল যখন আগামী ১৫ জুলাই দেশটির জনগণ ব্যর্থ অভ্যূত্থানের দ্বিতীয় বিজয় বার্ষিকী পালন করবে।
এছাড়া কয়েক দিন আগে ১৮ হাজার সরকারি কর্মকতাকে চাকরিচ্যূত করা হয়েছে। এদের অধিকাংশ সেনাসদস্য, পুলিশ ও সরকারি চাকুরীজীবি। ব্যর্থ অভ্যূত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখের বেশী কর্মকতাকে চাকুরীচ্যূত এবং আটক করা হয়েছে। সূত্র : আল-আরাবিয়া