বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

বর্ষায় কেমন জুতা কিনবেন

লাইফস্টাইল ডেস্ক: সারা বছর জুতা নিয়ে আমাদের কোনো চিন্তা না থাকলেও বর্ষা এলে চিন্তা করতেই হয়। কারণ এই সময়ে ফ্যাশনেবল জুতা ব্যবহার করাটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই বর্ষার উপযোগী জুতা-স্যান্ডেল কিনতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হয়। মনে রাখতে হবে সারা বছরের জুতা কেনা আর বর্ষার জুতা বাছাইয়ে খানিকটা পার্থক্য আছে। বর্ষায় কেমন জুতা বা স্যান্ডেল কিনবেন তার জন্য কিছু টিপস জেনে নিন-

এ সময়ে প্লাস্টিকের জুতা এড়িয়ে চলুন। কারণ প্লাস্টিক চামড়ায় অ্যালার্জি বা প্রদাহ তৈরি করে। তাই বর্ষার জুতা মানেই পলিফাইবার, প্লাস্টিক বা রাবারের জুতো পরার অভ্যাস থেকে দূরে থাকুন।

রেক্সিন বা ভালোভাবে প্রক্রিয়াজাত না হওয়া চামড়া থেকে তৈরি কম দামি জুতা কিনবেন না।

সিন্থেটিক চামড়া এড়িয়ে জুতোর র‌্যাকে রাখুন ওয়াটারপ্রুফ দামি চামড়ার জুতো। আজকাল নাম করা জুতা প্রস্তুতকারী সংস্থায় সহজেই পাবেন এমন জুতা। দাম একটু বেশি হলেও চেষ্টা করুন এমন জুতাই কিনতে।

গাঢ় রঙে অনেকের অ্যালার্জি হয়। কারণ গাঢ় রঙের রাসায়নিক উপাদান চামড়ায় সহ্য হয় না অনেকের। তেমন হলে এড়িয়ে চলুন সেসব রঙ।

কম দামি জুতো কিনলে তেল বা ক্রিমে চুবিয়ে রাখুন এক রাত। জুতা পরার আগে পায়ে তেল মেখে পানিতে ধুয়ে নরম কাপড়ে পা মুছে জুতা পরুন। এতে ফোস্কার সম্ভাবনা কমবে। তেল থাকায় পানিও বসে থাকবে না বেশিক্ষণ।