বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

যে কোনো দেশের ভাষা শেখার সহজ উপায়

নিজের দেশ ছাড়া কোনো দেশে যদি আপনি পড়ালেখা বা কাজের জন্য যান তবে সে দেশের ভাষা জানা অত্যন্ত জরুরি। ভাষা না জানলে আপনি বিপাকে পড়বেন।জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে যেখানে গেলে আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে।

তবে নতুন একটা ভাষা শিখতে অনেক সময় লাগতে পারে৷ অনেক সময় হতাশারও কারণ হয়৷ তবে আপনি যদি কিছু কৌশল অবলম্বন করেন তবে খুব সহজেই আপনি যে কোনো দেশের ভাষা শিখতে পারবেন।

আসুন জেনে নেই যে কোনো দেশের ভাষা শেখার সহজ উপায়।

জোরে বলুন

নতুন একটি ভাষায় কথা বলা অনেক কঠিন, কেননা শুধু শিখলে হয় না শেখার সঙ্গে সঙ্গে সেটা ব্যবহারও করতে হয়৷ তাই প্রচুর চর্চা করতে হবে৷ আপনার যদি কোনো সঙ্গী না থাকে তাহলে যে ভাষা শিখতে চান নিজেই জোরে জোরে নিজের সঙ্গে কথা বলুন

গৃহস্থালির জিনিসপত্র

ভাষা শেখার একটি সহজ উপায় হচ্ছে গৃহস্থালির জিনিসপত্রের ওপর ছোট ছোট কাগজ কেটে তাতে নাম লিখে রাখা। চাইলে সেগুলো ‘ডিফেনেট’ নাকি ‘ইনডেফিনেট’ নাউন তাও উল্লেখ করে দিতে পারেন৷

শিশুদের বই

যে কোনো দেশের শিশুদের বইতে স্মরকলিপি বা অক্ষরগুলো সাধারণত সহজবোধ্যভাবে লেখা হয়৷ তাতে অনেক ছবিও থাকে৷ যারা ভাষা শিখতে সবে শুরু করেছেন, তাদের জন্য এটা বেশ কার্যকর উপায়৷

বাজারের ফর্দ লিখুন

যে কোনো ভাষা শিখে মনে রাখার উপায় হলো বাজারের ফর্দ সে ভাষায় লিখলে৷ এটা কার্যকর এ জন্য যে, এসব শব্দ প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে আপনার ব্যবহার করতে হতে পারে৷

বলার চেষ্টা করুন

ভাষা শেখার সময় আপনার প্রতিটি একেবারে ব্যাকারণের নিয়ম মেনে সঠিক হতে হবে৷ আর ‘নাউন’ বা বিশেষ্যের ‘আর্টিকেল’ আপনি সঠিকভাবে বলতে না পারলে তাতে বড় কোনো ক্ষতির শঙ্কাও নেই৷ তাই ভাষা বলার চেষ্টা করুন৷

রেডিও

যে কোনো দেশের ভাষা শিখতে হলে সে দেশের রেডিও শুনতে পারেন। মনে রাখবেন যত বেশি শুনবেন ততই ভাষাটির সঙ্গে আপনার সখ্য বাড়বে৷ মোটামুটি যে কোনো ভাষা জানা থাকলে উন্নতির জন্য নিয়মিত সেই ভাষার রেডিও শুনতে পারেন৷

সঙ্গী খুঁজে নিন

ভাষা শেখার অন্যতম ভালো উপায় হচ্ছে সেই ভাষাভাষী একজনকে খুঁজে নেয়া। যার সঙ্গে আপনি নিয়মিত কথা বলতে পারবেন৷ পশ্চিমা সমাজে ‘টানডেম পার্টনার’ পাওয়া যায় যারা একে অপরকে ভাষা শিখতে সহায়তা করেন৷

রান্নার রেসিপি

রান্নায় মানে শুধু এই নয় যে, আপনি আপনার দিনের আহার তৈরি করছেন৷ এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশও৷ বিভিন্ন খাবারের নাম জানতে চাইলে রেসিপিতে আপনার শেখা ভাষা ব্যবহার করতে পারেন।

বই পড়ুন

ভাষা শিখতে চাইলে যে ভাষা শিখতে চান সেই ভাষার বইয়ের সংস্করণ যখন আপনি পড়বেন, তখন তা বুঝতে সুবিধা হবে৷

গান শুনুন

সংগীত মানুষকে আবেগী করে তোলে এবং একে অপরের মাঝে সেতু তৈরি করে দেয়৷ তবে এটি ভাষা শিখতেও সহায়ক৷

সিনেমা, টিভি দেখুন

ভাষা শেখা এবং বিনোদনের এক উপায় এটি। অনেক ছবি বা টিভি অনুষ্ঠান ‘সাবটাইটেলসহ’ থাকে, ফলে তা সহজে বোঝা যায়৷