g আশুগঞ্জে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০১৭ ইং ২০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

AmaderBrahmanbaria.COM
মে ২, ২০১৭
news-image

---

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ব্লক বাটিক ও স্ক্রীণ প্রিন্ট ফ্রি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়ছে আশুগঞ্জের উজান ভাটির সামনে সালাহ উদ্দিন চেয়ারম্যানের বাড়িতে। ২ মে মঙ্গলবার বিকেলে স্থানীয় আশুগঞ্জ উজান ভাটিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট। অনুষ্টানে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (পর্যায়-৩) এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারা বেগম, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (পর্যায়-২) এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) নূরুণ নাহার হেনা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) আশরাফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা নাজনিন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের মহিলা কাউন্সিলর স্বপ্না বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জৌসনা চৌধূরী, উপজেলা যুবমহিলা লীগের সভানেত্রী নীলা সিদ্দীকী, উপজেলা ছাত্রলীগ নেতা রিফাদ শিকদার,স্বপন ও আশুগঞ্জ সদর ইউনয়িন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর। উল্লেখ্য যে, প্রশিক্ষণ কেন্দ্রেটি প্রতি ৪ মাসে অন্তর অন্তর ৬০জন করে ৪ বছরে মোট ৭২০ জনকে ফ্রি প্রশিক্ষণ প্রদান করবে। এবং প্রশিক্ষণ কালীন প্রত্যেক প্রশিক্ষণ গ্রহীতাদেরকে প্রতিদিন ১০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। এবং প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর