g আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০১৭ ইং ১৮ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৫, ২০১৩

---

asugonjঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলাধীন খড়িয়ালা নামক স্থানে ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান খান নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশুগঞ্জ রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক। আহতদের পরিচয় জানা যায়নি।

ট্রাফিক ইন্সপেক্টর মো. বায়েজীদ জানান, ব্যাংক কর্মকর্তা আতাউর কর্মস্থল থেকে সিএনজি যোগে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার সময় তাদের বহনকারী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ব্যাংক ব্যবস্থাপক আতাউর। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

 

এ জাতীয় আরও খবর