নিজস্ব প্রতিনিধি : রঈছুল মুফাসসিরিন শাইখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম (বড় হুজুর) প্রতিষ্ঠিত জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর, ব্রাক্ষ্ণণবাড়িয়া মাদরাসার গেটে তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
দুর্বৃত্তরা মাদরাসার গেটে কাবা শরিফের উপর মূর্তির ছবি বসানো একটি পোস্টারও সেঁটে দিয়েছে বলে জানা গেছে।
ইনসাফ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আমি ভাদুঘর মাদরসার প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান সিরাজির সাথে কথা বলে জেনেছি যে, গতরাতে ছাত্র-শিক্ষকরা ঘুমিয়ে যাওয়ার পর দুর্বৃত্তরা মাদরাসার গেটে তালা লাগিয়ে দেয়, এবং মাদরসার গেটে কাবা শরিফের উপর মূর্তির ছবি বসানো একটি পোস্টারও সেঁটে দিয়।
এলাকাবাসী জানতে পেরে মাদরাসা প্রাঙ্গণে সমবেত হন, এসময় উত্তজনা বৃদ্ধি পেলে মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা মনিরুজ্জামান সিরাজি শান্ত হবার অনুরোধ করেন এবং প্রশাসনকে অবগত করেন।
ব্রাক্ষ্ণণবাড়িয়ার জেলা ডিসি বিষয়টি নিয়ে স্থানীয় আলেমদের সঙ্গে বৈঠকে ডেকেছেন জানিয়ে মাওলানা ইসলামাবাদী বলেন, আমরা আশা করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা হবে এবং শাস্তির আওতায় আনা হবে।