নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ইউফিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র্র পরিষদ (পিসিপি‘র) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, সহ সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবিতে বৃহস্পতিবার পুরো জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
অবরোধে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। পিকেটাররা সকালের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের জামতলী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তবে, শহরের অভ্যন্তরে টমটম রিকশা, চাদেঁর গাড়িসহ যানবাহন চলাচল করছে।
এদিকে, দূরের জেএসসি পরীক্ষার্থীরা অবরোধে দুর্ভোগে পড়েছে। সকালে ঢাকার কয়েকটি নাইট কোচ পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী টহলে রয়েছে।
উল্লেখ্য, বিপুল চাকমাকে জেলার পানছড়ি উপজেলা থেকে পুলিশ গ্রেফতার করে। বিপুল চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িস্থ স্বনির্ভর কার্যালয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতিকালে সংগঠনের অপর দুইজন বিনয়ন চাকমা ও অনিল চাকমাকে আটক করা হয়।