৫ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২১শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 6 » কৃষি ব্যাংকের ১৫শ’ কোটি টাকা মামলায় ঝুলছে


কৃষি ব্যাংকের ১৫শ’ কোটি টাকা মামলায় ঝুলছে


Amaderbrahmanbaria.com : - ০৩.১১.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : নানা উদ্যোগ নেয়ার পরও বিভিন্ন মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) প্রায় দেড় হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায় আটকে রয়েছে। চলতি অর্থবছরেই বিশেষায়িত এ ব্যাংকটি মামলা নিষ্পত্তির মাধ্যমে ২১০ কোটি টাকা আদায় করতে চায়। অথচ অর্থবছরের প্রথম প্রান্তিক পার হলেও এ পর্যন্ত কোনো মামলা নিষ্পত্তি করতে পারেনি ব্যাংকটি।

 

কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩০ জুন শেষে দেশের বিভিন্ন আদালতে এ ব্যাংকের এক হাজার ৩২৬টি মামলা রয়েছে। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ এক হাজার ৪৫৬ কোটি ৪১ লাখ টাকা, যার পুরোটাই খেলাপি। কৃষি ব্যাংক কর্তৃপক্ষ চলতি ২০১৬-১৭ অর্থবছরে এসব মামলার মধ্যে ২১০টি মামলা নিষ্পত্তি করতে চায়।

বিকেবির এক পর্যালোচনায় বলা হয়েছে, আদালতে মামলা নিষ্পত্তির হার খুবই মন্থর। ব্যাংক মামলা করলে অধিকাংশ ক্ষেত্রেই ঋণগ্রহীতা উচ্চ আদালতে আপিল, রিভিশন ও রিট মামলা করে। আবার ঋণ আদায় করার জন্য গ্রাহককে ডিমান্ড, লিগ্যাল ও স্পেশাল নোটিশ পাঠানো হলে অথবা শাখা থেকে মামলার উদ্যোগ নেয়া হলে ঋণগ্রহীতারা সংক্ষুব্ধ হয়ে আদালতে যান। অনেক ক্ষেত্রে ব্যাংকের নেয়া উদ্যোগের ওপর নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দেন আদালত। ফলে মামলায় জড়িত ব্যাংকের পাওনা আদায় সহজ হয় না, বরং ব্যাংক আর্থিক ক্ষতির মুখে পড়ে।

সূত্র জানায়, ব্যাংকটির সবচেয়ে বেশি মামলা রয়েছে বরিশাল মুখ্য আঞ্চলিক অফিসের অধীনে। এ অফিসের অধীনে মোট মামলার সংখ্যা ৩৩৩টি। এতে জড়িত টাকার পরিমাণ দুই কোটি ২২ লাখ। মামলার হিসাবে এর পরেই রয়েছে ঢাকা আঞ্চলিক অফিস। ঢাকা অফিসের মামলার সংখ্যা ২৯৭টি।

এসব মামলায় ব্যাংকের ৮৪৯ কোটি ৬০ লাখ টাকা জড়িত। টাকার হিসাবে ঢাকা অফিসের আওতাধীন মামলায় সবচেয়ে বেশি টাকা আটকে রয়েছে। মূলত অকৃষি খাতে বিতরণ করা বাণিজ্যিক ঋণ খেলাপি হয়ে পড়ায় সেগুলো আদায়ে মামলা হওয়ায় টাকার অঙ্ক বড় হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া চট্টগ্রাম আঞ্চলিক অফিসে ১২৪ মামলায় ৩৩৭ কোটি ২২ লাখ, খুলনা অফিসে ২৬৯ মামলায় ৯৩ কোটি ৫৫ লাখ, কুষ্টিয়া অফিসে ৫৮ মামলায় নয় কোটি ৯১ লাখ, সিলেট অফিসে ২০ মামলায় ৪ কোটি ৭৩ লাখ, ফরিদপুর অফিসে ৩০ মামলায় ২ কোটি ১৪ লাখ, কুমিল্লা অফিসে ১৪৮ মামলায় ৫৮ কোটি ১৭ লাখ, ময়মনসিংহে ৬৭ মামলায় ১২ কোটি ৭০ লাখ এবং এলপিও অফিসে ৪০ মামলায় ৮৬ কোটি ১৬ লাখ টাকা আটকে আছে। ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংকটি ৪ হাজার ৯৪০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। জুন শেষে ব্যাংকটির ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৯৫ কোটি টাকা। এরমধ্যে ৪ হাজার ৮৪১ কোটি টাকা বা মোট বিতরণ করা ঋণের ২৭ দশমিক ৫১ শতাংশ খেলাপি ঋণ।কৃষি ব্যাংক মূলত শস্য, মৎস্য, প্রাণিসম্পদ ও এসএমই খাতে ঋণ বিতরণ করে।

তবে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত অকৃষি খাতে প্রায় দুই হাজার কোটি টাকার বাণিজ্যিক ঋণ বিতরণ করে এই ব্যাংক। যার পুরোটাই এখন খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণ আদায় করতে ব্যাংক কোনো কোনো গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে। এ ছাড়া অন্যান্য মামলায় ঋণ আটকে থাকা, খেলাপি ঋণ বৃদ্ধি, প্রশাসনিক শৃঙ্খলার অভাবসহ বিভিন্ন কারণে ব্যাংকটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close