৫ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২১শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


আজ থেকে বাজারে মিলবে ইলিশ


Amaderbrahmanbaria.com : - ০৩.১১.২০১৬

নিউজ ডেস্ক : জেলেপাড়ায় এখন সাজসাজ রাব। জেলেপল্লীগুলোতে আনন্দ আবহ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল বুধবার থেকে ইলিশ ধরতে উপকূলীয় এলাকাসহ নদ-নদীতে নেমে পড়েছেন জেলেরা। ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার থেকে আবারো বাজারে মিলবে অমৃত স্বাদের ইলিশ।

এবারের মৌসুমে রুপালি ইলিশের প্রাচুর্য অভাবনীয়। ইলিশ আহরণের জন্য সারা দেশের জেলেরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বাণিজ্যিক ট্রলার, যান্ত্রিক-অযান্ত্রিক নৌযান নিয়ে বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকাসহ দেশের নদ-নদীতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কেউ পুরনো ট্রলার নতুন সাজে সজ্জিত করেছেন, কেউ নতুন করে ট্রলার তৈরি করেছেন, আবার অনেকে পুরনো ছেঁড়া জাল মেরামত করেছেন। তাদের যেন তর সইছিল না। কবে পেরুবে ২ নভেম্বর। গত মধ্যরাতেই তারা নেমে পড়েন ইলিশ ধরায়।

এ বিষয়ে মৎস্য অধিদপ্তরের ইলিশের প্রকল্প পরিচালক এ বি এম জাহিদ হাবিব বলেন, আশ্বিন মাসের চাঁদের ওপর নির্ভর করে প্রজনন মৌসুম। আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরের দিনগুলো ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়। এ কারণে এবার কিছুটা সময় পিছিয়েছে। তা ছাড়া নিষেধাজ্ঞার আগে ডিমসহ ধরা পড়লেও তখন অপরিপক্ব ছিল। তিনি বলেন, প্রজনন মৌসুমে কঠোরভাবে ইলিশ ধরা বন্ধ রাখা হয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close