স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে দীর্ঘ ১০ মাসের বিরতির পর আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরেছিল বাংলাদেশ দল। দীর্ঘ এই বিরতির পর আবারও ব্যাস্ত হয়ে পড়ল টাইগাররা। আফাগান সিরিজের পর খেলেছে ইংল্যান্ডের সাথে দুর্দান্ত সিরিজ। গড়েছে একের পর এক ইতিহাস।
আফগানিস্তান সিরিজের আফগানদের বিপক্ষে ২-১ সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ পরাজিত হয় বাংলাদেশ। এরপর দীর্ঘ ১৫ মাস পর টেস্ট খেলতে নামে টাইগাররা। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মতো পরাশক্তি ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে টাইগাররা।
প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষপর্যন্ত ২২ রানে হারের আক্ষেপে পুড়তে হয়েছে টাইগারদের। তবে ঢাকা টেস্টে ১০৮ রানে জিতে নতুন ইতিহাস তৈরি করেছে মিরাজ-সাকিব-মুশফিকরা।
ক্রিকেটে মুশফিক বাহিনীর সাম্প্রতিক এ সাফল্যের ধারাবাহিকতা দেখতে চান সমর্থকরা। ইংল্যান্ডের পর কার বিপক্ষে খেলছি আমরা। চলুন জেনে নেই আগামী বছর বাংলাদেশ কবে কোনো দলের বিপক্ষে মুখোমুখি হচ্ছে-