স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণই করতে হলো জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ঝলক দেখালেও দ্বিতীয় ইনিংসে আর মেলে ধরতে পারেনি নিজেদের। যার ফল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ২২৫ রানের হার।
হারারে টেস্টে লঙ্কানরা ৬ উইকেটে ২৪৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৪১২ রান। জবাবে ১৮৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার মিডল অর্ডারে ধস নামলেও ওপেনার দিমুথ করুণারত্নের দুর্দান্ত সেঞ্চুরিতে দাঁড়িয়ে যায় সফরকারীরা। করুণারত্নে করেছেন ১১০ রান। সঙ্গে ধনাঞ্জন ডি সিলভার ৬৪ রানে ভর দিয়ে ২৪৭ রানে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে লঙ্কান বোলারদের তোপের মুখে এলোমেলো হয়ে যায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া অধিনায়ক গ্রায়েম ক্রেমার সর্বোচ্চ ৪৩ রান করেছেন। হারলেও তাই ম্যাচ সেরা হয়েছেন ক্রেমারই।