আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মালম্বীদের ওপর হামলার ঘটনায় নাসিরনগর থানার ওসি আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনে রিপোর্ট করতে বলা হয়েছে।
বুধবার বেলা আড়াইটার দিকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রাজন কুমার দাশ।
সংবাদ সংগ্রহের সময় ইউএনও’র হাতে ৫ সংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য থেকে জানা যায়, শুক্রবার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবকের ফেসবুকে একটি ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রবিবার সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ চলাকালে হঠাৎ তিন থেকে ৪শ’ লোক সংঘবদ্ধ হয়ে এ ঘটনার জন্য হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয়। এসময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং বেশ কয়েকটি মন্দিরের ওপর বর্বরোচিত হামলা চালায় তারা।
অভিযোগ রয়েছে, তাদের থামাতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। পরে রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে।