নিউজ ডেস্ক : বর্ডার গার্ড অব বাংলাদেশে (বিজিবি) নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। বিজিবির নতুন ডিজির নাম মেজর জেনারেল আবুল হোসেন। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর জেনারেল আবুল হোসেন মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’ মেজর জেনারেল আজিজ আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
এবিষয়ে জানতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজার সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে নতুন ডিজি নিয়োগের বিষয়টিতো আমাদের এখতেয়ারে নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিষয়। নতুন ডিজি যেদিন দায়িত্ব নিবেন, সেদিন আমরা দাপ্তরিক ভাবে বিষয়টা জানাতে পারবো।