নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের কক্সবাজারের উপকূলবর্তী নাজিরারটেক পয়েন্টে মাছ ধরতে যাওয়ার পথে ট্রলারডুবিতে ছয়জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন একজন।রবিবার ভোরে কক্সবাজার শহরের নিকটবর্তী নাজিরারটেকসংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। এতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে স্থানীয় চেয়ারম্যানকে দাফনের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে।
ডুবে যাওয়া ট্রলার মালিক কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার মুফিজুর রহমানের ছেলে আবু তাহের বহদ্দার। ট্রলারটির নাম ‘এফবি মায়ের দোয়া’।
নিহতরা হলেন- আবুল হোসেন (৩৫), কবির হোসেন (৩৫), নুরুল কবির (২৮), তারেক আহমদ (২৮), রহমত উল্লাহ (২৬) ও জাফর আলম (২৬)। তারা খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে এদের বাবার নাম নিশ্চিত হওয়া যায়নি। এতে নিখোঁজ রয়েছে নিহত জাফর আলমের ভাই আহমদ কবির।
কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম জানান, সাগরে মাছ ধরতে ৭ মাঝি-মাল্লা নিয়ে রবিবার ভোররাতে আবু তাহেরের মালিকানাধীন ট্রলারটি রওয়ানা দেয়। পথে নাজিরারটেক এলাকায় পৌঁছলে ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, ভোররাতে এ ঘটনা ঘটলেও পুলিশ দেরিতে জানতে পেরেছে। সন্ধ্যায় এ ঘটনা শোনার পর পুলিশ বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছে। স্থানীয় লোকজন বিভিন্নভাবে ঘটনায় নিহত ছয়জনের লাশ উদ্ধার করলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয় চেয়ারম্যানকে উদ্ধার হওয়া নিহত জেলেদের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই রহিম।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ট্রলারডুবির ঘটনায় নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান তাকে অবহিত করেছেন। তিনি লাশগুলো দাফনের অনুমতি দিয়েছেন। নিহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে সরকারি অনুদানও দেয়া হবে।