নিজস্ব প্রতিবেদক : দেশের ৫ জেলায় ঝড় ও বজ্রপাতে ১০জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরে ৫ জন, গোপালগঞ্জে ২ জন, ঢাকায় ১ জন, নওগাঁয় ১ জন ও জামালপুরে ১ জন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড় ও বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।
ফরিদপুর: এক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা, গদাধরডাঙ্গী, কেশবনগর, দরানীপাড়া, মল্লিকপুরসহ প্রায় দশটি গ্রাম। এর মধ্যে বাখুণ্ডার জোবাইদা করিম জুট মিলের ভবন ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। অন্যত্র নিহত হয়েছেন আরও দুইজন।
গোপালগঞ্জ: দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
কেরানীগঞ্জ : কেরানীগঞ্জে বজ্রপাতে মোসাম্মদ সামান্তা বানু (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়।
নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার রহাট্টা গ্রামে ঘূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে মনোয়ারা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের শেখপাড়া এলাকায় বজ্রপাতে নজরুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।