সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আবারো ফিরে আসছে নকিয়া। সাথে আনছে নকিয়ার ৩-৪টি ফোন ও একটি ট্যাবলেট। চলতি বছরের শেষের দিকে বাজারে আসছে ডিভাইসগুলো। সম্প্রতি এক ঘোষণায় এমনটাই জানালেন নকিয়ার চীনের প্রেসিডেন্ট মাইক ওয়াং।
ফোনগুলো সম্পর্র্কে তেমন কিছু জানা যায়নি। তবে এর মধ্যে রয়েছে ২২.৬ রিয়ার ক্যামেরার প্রিমিয়াম ফোন। ফোনটির মডেল জানা না গেলেও এর কনফিগারেশন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ হয়েছে।
ডিভাসটির ডিসপ্লে হতে পারে ৫.২ এবং ৫.৫ ইঞ্চির। এতে প্রসেসর থাকবে এসডি৮২০। ছবি তোলার জন্য ব্যবহার করা হবে ২২.৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। অ্যানড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটির রম ও র্যাম বিষয়ে এখনো কোন কিছু জানা যায়নি।
চলতি বছরের চতুর্থ প্রান্তিকে নকিয়ার ফোন এবং ট্যাবলেটটি বাজারে আসলে গ্রাহকদের কাছে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকরা।