২১ আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া আরেকটি রক্তাক্ত অধ্যায়। ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। আহত হন দলের শীর্ষ নেতারাসহ শত শত নেতাকর্মী।
রোববার (২১ আগস্ট) সেই ভয়াল গ্রেনেড হামলা দিবস। এদিন যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রতি বছরের মতো এবারও বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।
আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা এ কর্মসূচিতে যোগ দেবেন।
এরপর একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় অংশ নেবেন।