নিউজ ডেস্ক : হজ ব্যবস্থা্পনায় দুর্নীতির অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২০ আগষ্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এ অভিযোগ করেন দলটির যুগ্ন-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, হজ ব্যাবস্থাপনা নিয়ে এবছর শুরু থেকেই তুঘলকি কর্মকান্ড শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৭ হাজার হাজীর পবিত্র হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে।
গ্যাস বিতরন কোম্পানীগুলো লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্তেও গ্যাসের মুল্যবৃদ্ধির সমালোচনা করেন মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, গ্যাসের মুল্যবৃদ্ধির বোঝা জনগণের উপর চাপিয়ে দিলে জনগন তা মেনে নিবেনা। এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিও তা মেনে নিবেনা।