২৪শে আগস্ট, ২০১৬ ইং, বুধবার ৯ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » ‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ’
পরবর্তী বগুড়ায় সিলিন্ডার বিস্ফোরণ


‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ’


Amaderbrahmanbaria.com : - ২০.০৮.২০১৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘সুন্দরবন রক্ষার যুদ্ধ বাংলাদেশের জীবন-মরণ যুদ্ধ। এ যুদ্ধে কোনোভাবেই পরাজিত হওয়া যাবে না।’রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব চুক্তি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

 


সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সুন্দরবন রক্ষায় একাত্তরের মতো বিজয়ী হতে হবে আমাদের। এখানে হেরে গেলে ভবিষ্যতে সব জায়গায় হেরে যাব আমরা। পিছপা হওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র ভারতের জন্য উপকারী হলে তারা কেন তাদের এলাকায় করছে না। এটা সবাই বুঝে এ প্রকল্প বাংলাদেশের জন্য কতো ভয়াবহ ক্ষতির বিষয়। এ প্রকল্প মুনাফালোভীদের- দেশের স্বার্থে নয়।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়ন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমরা বিদ্যুৎকেন্দ্র ও সুন্দরবন দুটোই চাই। তাই রাজনীতির পরিবর্তন করে হলেও রামপাল প্রকল্প বন্ধ করা হবে। আমাদের এই সংগ্রাম বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে নয়, এই সংগ্রাম সুন্দরবন রক্ষার জন্য।’

প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি ষোল কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। এই প্রকল্পটি সমগ্র জাতির বিরুদ্ধে অল্প কিছু মানুষের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। যদি সুন্দরবনের পশু পাখির ভাষা থাকতো তবে তারাও বলতো এই প্রকল্পটি বন্ধ কর। এই প্রকল্পটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রকল্প। না বুঝে সরকার জনগণের সাথে প্রতারণা করবেন না।’

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন, ‘দেশ ও দেশের বাইরে মানুষ এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এ প্রকল্পের বিরুদ্ধে সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রকল্প।’

শনিবার সকাল ১১টা থেকে সুন্দরবন বিনাশী সব প্রকল্প বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।

কর্মসূচিতে অংশ নেয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি, গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্কসবাদী) সুশাসনের জন্য নাগরিক (সুজন), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close