নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পল্লী সঞ্চয় ব্যাংকে ও সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিদেরকে দ্রুত স্থায়ী নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে মাঠ সহকারি কল্যাণ পরিষদ। শনিবার সকাল ১০.৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার নয়টি উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট শতাধিক কর্মকর্তা-কর্মচারি অংশ নেয়। মাঠ সহকারি কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শাখার সহসভাপতি রেজোয়ান খান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার মাঠ সহকারি কল্যাণ পরিষদের সম্পাদক জাফর ইকবাল, কসবা উপজেলা শাখার সভাপতি আসিফুল ইসলাম সোহাগ ও বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি বাহার উদ্দিন, আখাউড়া উপজেলা শাখার সভাপতি মো. ওসমান গণি, জেলা শাখার মহিলা সম্পাদক শিল্পী দাস প্রমুখ। বক্তারা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে চাকুরী অনতিবিলম্বে স্থায়ীকরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন।