আমি যদি আমার ভাই বা বন্ধুকে টাকা ধার দেই তাহলে ওই টাকার ওপর কি আমাকে জাকাত দিতে হবে? টাকা ধার দেওয়ার বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা করি না। শুধু সঠিক সময়ে টাকাটা ফেরত পেতে চেয়েছি। জানাবেন?
উত্তর : না, যাকাত আপনাকে দিতে হবে না। যেহেতু এ টাকার পরিপূর্ণ মালিকানা আপনার নেই। এই টাকা আরেকজন নিয়ে খরচ করে ফেলেছে। এখন আপনি কি আশা করবেন সেখানে?
তিনি যখন ফেরত দেবেন তখন থেকেই আপনার কাছে টাকার মালিকানা আসবে। যতক্ষণ পর্যন্ত টাকার মালিকানা কোনো ব্যক্তির কাছে না থাকবে তাঁর ওপর সে টাকার জাকাত আসবে না।