জামালপুর প্রতিনিধি: ভারতীয় বন্যহাতি ‘বঙ্গ বাহাদুর’ এর কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।
শুক্রবার জাতীয় জাদুঘরের তিন সদস্যের একটি দল জামালপুরের সরিষাবাড়িবাড়ি উপজেলার কয়ড়া গ্রামে ‘বঙ্গ বাহাদুর’ কে যে স্থানে মাটি চাপা দেয়া হয়েছে সেই স্থান পরিদর্শন করেছেন। জাদুঘরের সহকারী পরিচালক শওকত ইমাম খান, গোলাম কাওসার ও মালি সরাফত হোসেন বঙ্গ বাহাদুরের সমাধিস্থান পরিদর্শন করেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহকারী পরিচালক শওকত ইমাম খান স্থানীয় সাংবাদিকদের জানান, বন্যার জলে ভেসে আসা ভারতীয় হাতি বঙ্গ বাহাদুরকে নিয়ে দেশের মানুষের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছিল। এই বঙ্গ বাহাদুরের স্মৃতি রক্ষার্থে তার কঙ্কাল সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।
তিনি জানান, এ বিষয়ে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বন ও পরিবেশ মন্ত্রণালয়ে আবেদন করেছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে ‘বঙ্গ বাহাদুর’ এর কঙ্কাল জাদুঘরে নেয়ার প্রক্রিয়া শুরু হবে। বিডি প্রতিদিন