আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥এবার নাসিরনগর উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল বির্পযয় ঘটেছে। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এ ২টি কেন্দ্রে মোট ১২১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫৯৭ জন উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩টি। পাসের হার শতকরা ৪৭ প্রায়। তম্মধ্যে নাসিরনগর ডিগ্রী (প্রস্তাবিত সরকারি) কলেজের ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৫১.৭৮। চাতলপাড় ডিগ্রী কলেজের ২৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পাস করেছে। পাসের হার শতকরা ৪৩.০৬। বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজে ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস করেছে। পাসের হার শতকরা ৪৩.১০। গোর্কণ স্কুল এন্ড কলেজের ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন পাস করেছে। পাসের হার শতকরা ৪৭.৬২। নাসিরনগর ডিগ্রী (প্রস্তাবিত সরকারি) কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর পরীক্ষার ফলাফল বিপযয়ের কথা স্বীকার করে বলেন বেশীরভাগ ছাত্রছাত্রিই ইংরেজীতে দুর্বল হওয়ায় ও অনিয়মিত ছাত্রছাত্রিরা কলেজমুখী না হওয়ায় ফলাফল এমন হয়েছে। চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওমর আলী বলেন ফলাফল বিপর্যয়ের কোন কারন জানি না। বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন পোদ্দার বলেন আমরা এত পরিশ্রম করেও ফলাফল বিপর্যয়ের কারণ বুঝতে পারছি না। গোর্কণ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার দেব বলেন আমাদের কলেজ এই প্রথম পরীক্ষায় অংশগ্রহন করেছি। আমাদের পরীক্ষার্থীরাও ছিল নতুন এবং দূর্বল। তাই ফলাফলের দিক বিবেচনা করলে আমরা অন্যদের তুলনায় ভাল করেছি বলে তিনি দাবী করেন।